স্বচ্ছ জলরাশির ওপর দাউ দাউ করে জ্বলছে আগুন। কাছে গেলে শুনতে পাওয়া যায় তীব্র শব্দ। একটু খেয়াল করলে দেখা যাবে, পানির নিচ থেকে উঠছে বুদ্বুদ। অগভীর একটি কুণ্ডে (কূপ) আগুন জ্বললেও এর পানি একেবারে ঠান্ডা। পাহাড়ের টিলায় থাকা কুণ্ডটিতে সারা বছর আগুন জ্বলে। কিন্তু একদিনের জন্যও এ কুণ্ডের পানি শুকায়নি। বরং মাটি ভেদ করে বের হওয়া পানি উপচে পড়ছে পাশের ছড়ায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের পাহাড়ে এ কুণ্ডের অবস্থান। পাহাড়টির আশপাশের কোনো টিলায় পানি পাওয়া না গেলেও এ কুণ্ডে পানি থাকে সারা বছর। কবে থেকে এখানে আগুন জ্বলছে কেউ জানে না। এ নিয়ে রয়েছে অলৌকিক অনেক কাহিনি। তবে ভূতত্ত্ব গবেষকেরা বলছেন, মিথেন গ্যাসের কারণে সেখানে আগুন জ্বলছে। কিন্তু বছরের পর আগুন জ্বললেও পর্যাপ্ত গ্যাস না থাকায় তা তোলা যায়নি।