আবহাওয়ার পূর্বাভাস মোটামুটি নিখুঁতভাবে দেওয়া গেলেও ভূমিকম্পের ক্ষেত্রে সঠিকভাবে দেওয়া কঠিন।
ভূমিকম্পসংক্রান্ত গবেষকেরা বলেন, তবে একটি সমস্যা আছে, তা হলো ভূমিকম্প কখন, কোথায় ঘটবে, সেটা আগে থেকে অনুমান করা যায় না। আর এ অনিশ্চয়তা তাঁদের বেশ অস্থির করে তোলে। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে বসবাসকারী লাখ লাখ মানুষ ভয় পান, যেকোনো মুহূর্তে ‘বড় কিছু’ আঘাত হানতে পারে। এটা ভূপ্রকৃতি ও অগণিত মানুষের জীবনে পরিবর্তন ঘটাতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থায় (ইউএসজিএস) তিন দশকের বেশি সময় ধরে ভূকম্পনবিদ হিসেবে কাজ করেছেন লুসি জোনস। ‘দ্য বিগ ওয়ানস’ নামে একটি বই লিখেছেন তিনি। লুসির গবেষণার বেশির ভাগজুড়ে রয়েছে ভূমিকম্পের পূর্বাভাস এবং এমন বিপর্যয় সামলে ওঠার কর্মপন্থা উন্নত করার প্রক্রিয়া।