আন সুনহো’র ফোকসভাগেনে পাড়ি জমানোর খবর জানা গেছে লিংকডইনের বরাতে। সুনহো নিজ লিংকডইন প্রোফাইলে চাকরি বদলের ব্যাপারটি উল্লেখ করার পর তা নজরে আসে সবার। রয়টার্সের প্রতিবেদন বলছে, ফোকসভাগেনে বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি উন্নয়ন বিভাগের নেতৃত্ব দেবেন সুনহো।

সাবেক এ অ্যাপল নির্বাহীর লিংকডইন প্রোফাইল বলছে, নতুন প্রতিষ্ঠানে প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন তিনি। অ্যাপলে ২০১৯ সালে যোগ দিয়েছিলেন সুনহো। তার আগে ছিলেন স্যামসাং এসডিআই-এর পরবর্তী প্রজন্মের ব্যাটারি বিভাগে।

অ্যাপল নিজেদের মোবাইল ফোন ও ল্যাপটপের মতো পণ্যে ব্যাটারি ব্যবহার করে থাকে। আগামীতে নিজেদের বিদ্যুচ্চালিত গাড়িতেও ব্যাটারি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। শিল্প সূত্ররা গত বছরই অ্যাপলের গাড়ি তৈরি প্রকল্পের ব্যাপারে জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, উন্নত ব্যাটারি প্রযুক্তির বিদ্যুচ্চালিত গাড়ি নিয়ে ২০২৪ সালেই বাজারে হাজির হবে অ্যাপল।

সুনহো প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। অন্যদিকে, ফোকসভাগেনও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

ফোকসভাগেন এ দশকের শেষের মধ্যেই অংশীদারদের সঙ্গে মিলে ইউরোপে জুড়ে ছয়টি ব্যাটারি কারখানা গড়ে তুলতে চাইছে। নিজেদের পরিকল্পনা সবিস্তারে তুলেও ধরেছে প্রতিষ্ঠানটি। বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে টেসলাকে ছাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews