লিগ ওয়ানে দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হলো পিএসজি। শনিবার লিগের ছয় ম্যাচ হাতে রেখে ট্রফি জিতলো তারা।
এঙ্গার্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। তাতে অপরাজিত থেকে টানা চতুর্থবার ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।
দেসির দোয়ের একমাত্র গোলে ৭৪ পয়েন্ট পেয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলো। দুই নম্বরে থাকা মোনাকোর চেয়ে ২৪ পয়েন্টে এগিয়ে তারা।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে পিএসজি বল দখলে রেখে দাপট দেখায়। ১১ শট নেয় তারা। গনসালো রামোসই বেশি শট নেন। কিন্তু জালের দেখা পায়নি তারা।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর খবিচা কারাতস্খেলিয়ার ক্রসে দোয়ের ভলিতে জালে বল জড়ায়। মৌসুমের পঞ্চম গোলে ১৩তম শিরোপা এনে দেন দলকে।