নাম না করেই বিএনপিকে নিশানা করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। একটি দল চাঁদাবাজি, দখলবাজি ও হত্যায় মেতে উঠেছে। মিডফোর্ট হাসপাতালের সামনে মানুষ পিটিয়ে মেরে লাশের ওপর নৃত্য করে উল্লাস করছে। এ জন্য জুলাই আন্দোলন করা হয়নি। 

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা -খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্ত্বরের সামনে পথ সভায় দলের আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, ডাঃ তাসনিম জারা বক্তব্য রাখেন।

এনসিপি সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু হয়েছে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। দলটি তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল। এখনো চাইছে। জুলাই গণঅভ্যুথানে সংস্কার-বিচার চেয়েছি। নতুন দেশ চেয়েছি। কিন্তু একটি দল তা চায় না উল্লেখ করে বক্তারা আরো বলেন, তারা এখন সন্ত্রাস, চাাঁদাবাজি, হত্যা ও দখলদারিত্বে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তবে, আমরা তা হতে দেবো না।

বক্তারা বলেন, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার গড়তে। কিন্তু ওই দলটি সাড়া দেয়নি। আমরা ক্ষমতার ভাগবাটোয়ারা চাইনা উল্লেখ করে বক্তারা আরো বলেন, জনগণকে সাথে নিয়ে এনসিপি এগিয়ে যাবে। যেকারেণে শহীদরা রক্ত দিয়েছে সেই অধিকারের মর্যাদা আমরা রক্ষা করবো। তারা বলেন, সাতক্ষীরায় রেল লাইন নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এনসিপি কাজ করবে। উপকুলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে সুন্দরবনকে রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সাতক্ষীরার এনসিপি নেতৃবৃন্দসহ অনেকেই বক্তব্য রাখেন। এছাড়া, কেন্দ্রীয় নেতা সামান্তা সারমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পথসভার আগে সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা হাইস্কুলের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলেল শুভচ্ছো জানান, সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews