ডানা ওয়াইজের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। বর্তমানে স্থায়ীভাবে বসবাস ফ্রান্সের প্যারিসে। ১৯৮৩ সালে কানাডার ক্যারিবু কলেজে (বর্তমানে থম্পসন রিভারস ইউনিভার্সিটি) থেকে পাস করে প্যারিসে পাড়ি জমান। তাঁর ভাষায়, এক ফরাসি ভদ্রলোকের প্রেমে পড়ে ফ্রান্সে আসা। বর্তমানে কাজ করছেন ফ্রান্সের ‘সরবোর্ন’ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। ডানার মতে, তিনি একটি আশ্চর্য ‘ওষুধ কোম্পানির’ মালিক। কোম্পানির নামও দিয়েছেন তিনি, ‘জেসাস হ্যাড আ সিস্টার প্রোডাকশনস’। ডানার এই কাল্পনিক ওষুধ কোম্পানির উৎপাদিত ক্যাপসুলের লেবেলে সবকিছুর সমাধানের আশ্বাস দেওয়া হয়। হারানো প্রেম ফিরে পাওয়া থেকে ঈশ্বরবিশ্বাস—সবই মিলবে এক ডোজে।

১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভোগ্যপণ্যের লেবেলে বিজ্ঞাপনের যে ভাষা ব্যবহার করা হতো, সে ভাষারই ব্যঙ্গাত্মক রূপ হাজির করেছেন ডানা তাঁর শিল্পকর্মে। জানতে চাইলাম, এমন অদ্ভুতুড়ে ভাবনা কীভাবে মাথায় এল?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews