‘রিফিউজিগো দ্যাশ-জাত বইলে কিছু আছে নাকি! আমরা তো মন্দিরের ঘণ্টার মতো। যে বাজায়, খালি বাইজে যাই।’ শনিবার রাত ৮টায় প্রকাশ পাওয়া নতুন ওয়েব সিরিজ ফেউ–এর টিজারে ছিল এই একটি সংলাপ। কোনো চরিত্র প্রকাশ করা হয়নি। তবে উচ্চারিত সংলাপ থেকে ধারণা পাওয়া যায়, শরণার্থীদের নিয়ে কোনো গল্প বলতে চাইছেন নির্মাতা। চরকির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টিজারের ক্যাপশনে লেখা, ‘কী ঘটেছিল ১৯৭৯ সালে? কী লুকানো হয়েছে আমাদের কাছ থেকে? চরকিতে শিগগিরই আসছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত চরকি অরিজিনাল সিরিজ “ফেউ”।’