ডিপ কগিটোর নামের নতুন কোম্পানি গোপনীয়তা ভেঙে প্রকাশ্যে এসেছে, যারা ব্যবহারযোগ্য এআই মডেলের এক পরিবার তৈরি করেছে। তাদের এই মডেলগুলো যুক্তি এবং অ-যুক্তি মোডে পরিবর্তন করা যেতে পারে। ওপেনএআই-এর ড়১-এর মতো যুক্তিনির্ভর মডেলগুলো গণিত ও পদার্থবিজ্ঞানে দারুণ সম্ভাবনা দেখিয়েছে।

কেননা, জটিল সমস্যা ধাপে ধাপে সমাধান করার মাধ্যমে এরা নিজেদের ভুলগুলোও কার্যকরভাবে যাচাই করতে পারে। তবে এর একটি মূল্য আছে : উচ্চতর কম্পিউটিং ক্ষমতা এবং সময়ক্ষেপণ। তাই অ্যানথ্রোপিকের মতো ল্যাব ‘হাইব্রিড’ মডেল আর্কিটেকচারের দিকে ঝুঁকছে, যা যুক্তিনির্ভর উপাদানের সঙ্গে স্ট্যান্ডার্ড, অ-যুক্তিনির্ভর উপাদানগুলোকে একত্রিত করে। হাইব্রিড মডেলগুলো দ্রুত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে এবং আরও কঠিন প্রশ্নের সমাধানে অতিরিক্ত সময় ব্যয় করতে পারে। ডিপ কগিটোর সমস্ত মডেল, যেগুলোকে কগিট ১ বলা হয়, হাইব্রিড মডেল।

কগিটোর দাবি, তারা একই আকারের সেরা ওপেন মডেলগুলোকে ছাড়িয়ে গেছে, যার মধ্যে মেটা এবং চীনের এআই স্টার্টআপ ডিপসিকের মডেলও রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews