চার মাসের সেলাই প্রশিক্ষণ শেষে হাতের নিখুঁত কারুকার্য নিয়ে হাজির সুমি ও সানজিদারা। যেখানে তৈরি করা হয়েছে নারী ও শিশুদের বাহারি ডিজাইনের পোশাক। চট্টগ্রামের বোয়ালখালীতে প্রশিক্ষণ নেওয়া ২০ জন অস্বচ্ছল, অতিদারিদ্র্য নারী এবার নতুন উদ্যমে স্বপ্ন বুনবেন। যাদের সবাইকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা বলেন, এ উদ্যোগ তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।
রবিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।
কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস.এম নাঈম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা মিত্র, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক এম এ তালেব, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, মো. মোশরাফুল হক, প্রশিক্ষক তাসলিমা জিন্নাত ও এস এম এ জুয়েল।
প্রশিক্ষক তাসলিমা জিন্নাত বলেন, প্রশিক্ষণ শেষে তারা নিজেদের দক্ষ হিসেবে প্রমাণ করে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন পেয়েছেন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের জন্য এমন উদ্যোগ সুফল পেতে শুরু করেছে। বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের বিষয়টি পিছিয়ে পড়া নারীদের জীবন আলোকিত করবে।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, শুভসংঘের এমন উদ্যোগকে স্বাগত জানাই। আমি আশা করব, এভাবেই শুভসংঘ এগিয়ে যাবে মানবতার কাজ করে।
বিডি প্রতিনিধি/কেএ