কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ১২টার দিকে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে। নিহত আবুল হাসান রতন (৫৫) বানাইল গ্রামের মৃত নূরুল হকের ছেলে। তিনি রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। অপরদিকে মাদারীপুরের কালকিনিতে শনিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদুজ্জামান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের পরস্পরবিরোধী দুটি গ্রুপ দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে। ১৫ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলনে দুজনই সভাপতি প্রার্থী ছিলেন। শনিবার রাতে রাউতি ইউনিয়ন বিএনপির পথসভা হয়। সভাপতিত্ব করেন রাউতি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য গিয়াস উদ্দিন। তিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সমর্থক। অপরদিকে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদুজ্জামান মোস্তফার সমর্থক। আবুল হাসান রতন ও গিয়াস উদ্দিন আত্মীয়তার সূত্রে চাচা-ভাতিজা। পথসভায় গিয়াস উদ্দিন সভাপতিত্ব করায় ক্ষিপ্ত হন আবুল হাসান রতন ও তার লোকজন। গতকাল সকালে এ নিয়ে কথাকাটাকাটি থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে রাউতি ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আবুল হাসান রতন নিহত হয়েছেন। এদিকে আবুল হাসান রতন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি আহূত তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষে রাউতি ইউনিয়ন কমিটির সভাপতি নিহত হওয়ায় তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। মাদারীপুরের ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে লোকজন নিয়ে বাজারে প্রবেশ করে। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লা, বিএনপি নেতা রিপন খানসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে এলে সংঘর্ষ বাধে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মোবাইল ফোনে জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।