ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করল টটেনহ্যাম হটস্পার। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে টটেনহ্যাম। ম্যাডিসনের জোড়া গোলের পর সিটির জালে তৃতীয় গোলটি করেন পেদ্রো পোরো। আর শেষ সময়ে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রেনান জনসন।
ম্যাচের শুরুতেই টটেনহ্যাম আধিপত্য দেখায়। প্রথমার্ধের ১৩তম মিনিটে ডেজান কুলুসেভস্কির নিখুঁত ক্রস থেকে জেমস ম্যাডিসন গোল করে সিটি ডিফেন্স ভেঙে দেন। সাত মিনিট পর, ম্যাডিসন আরও একটি গোল করেন, যখন তার শৈল্পিক চিপ শট গোলরক্ষক এডারসনকে পরাস্ত করে।
দ্বিতীয়ার্ধে, ডমিনিক সোলাঙ্কের কাটব্যাক থেকে পেদ্রো পোরো একটি দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন। অতিরিক্ত সময়ে ব্রেনান জনসনের গোল সিটির ভক্তদের হতাশায় ডুবিয়ে ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ করে।
এই হারের পরেও ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট, তবে তারা লিগ শীর্ষে থাকা লিভারপুলের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে। যদিও লিভারপুলের হাতে এক ম্যাচ রয়েছে। অন্যদিকে, টটেনহ্যাম ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
বিডি প্রতিদিন/এমএস