রমজান মাস এসে গেছে, এবার অপেক্ষা ঈদের। ত্বকে মেসতার দাগ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।

মনে রাখতে হবে, মেসতার দাগ দ্রুত যায় না। এর পেছনে সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে।  

মেসতার বসে যাওয়া দাগ দূর করতে মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টক দই ও মধু একত্রে মিশিয়ে নিন। চিনির গুঁড়া ওলিভ অয়েল দিয়ে হালকা মাসাজ করে রেখে দিন, ২০ মিনিট পর পাতলা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।

সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমে যাবে।

সপ্তাহে দুই দিন দুই চা চামচ চালের গুঁড়া ও একটি ডিম একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মেছতা দূর হবে ও একইসঙ্গে ত্বক হবে নরম, কোমল ও উজ্জ্বল।

এছাড়া গোলাপজল ও সমপরিমাণ লেবুর রস এবং শসা অথবা আলুর রস মিশিয়ে তুলার সাহায্যে সেই দাগে লাগাতে হবে। এতে ধীরে ধীরে মেসতার দাগ কমে আসবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews