এর আগে ফেব্রুয়ারিতে এক টাকা করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের লিটারপ্রতি দাম বাড়ানো হয়।

সব ধরনের জ্বালানি তেলের দাম আরও একমাস আগের মতই রাখছে সরকার।

এপ্রিল মাসের জন্য চলতি মার্চ মাসের দরেই কেনাবেচা হবে ডিজেল, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেল। মাসওয়ারী দর নির্ধারণের পদ্ধতি অনুসরণে মার্চেও এ দর অপরিবর্তিত ছিল।

সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা।

এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অকটেন ও পেট্রোলের দামও এক টাকা করে বাড়ানো হয়। তখন প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্বে এসে অন্তর্বর্তী সরকার গত বছরের ৩১ অগাস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছিল।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমা ও বেড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে।

সেই ’প্রাইসিং ফর্মুলার’ আলোকে এপ্রিলের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অপরির্তিত রাখা হয়েছে।

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ১ টাকা

মার্চে অপরিবর্তিত থাকল জ্বালানি তেলের দাম

জ্বালানি মূল্যহ্রাসের প্রভাব কোথায়?

'সংস্কারে' জ্বালানি তেলের দাম লিটারে ১০-১২ টাকা কমানো সম্ভব: সিপিডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews