জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আওতাধীন রাজধানী ঢাকায় রয়েছে ৮টি ক্রীড়া স্থাপনা। এসব স্থাপনায় দোকান আছে ১০৭৪টি। এর মধ্যে দেশের প্রধান ক্রীড়া স্থাপনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আছে ২৯৫টি দোকান। বরাদ্দ দেওয়া এসব দোকানের ভাড়া নিয়ে ইতোমধ্যে অনিয়মের প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দোকান বরাদ্দের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যে কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (যুব ও অনুবিভাগ) কাজী মোশতাক জহিরকে। সদস্য সচিব হয়েছেন মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা-১) শামীমা আকতার এবং সদস্য করা হয়েছে এনএসসির চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল এ তথ্য জানা যায়। এই কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews