ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যা ঘটেছে, তেমন কিছু কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ঘটতে পারে? এমন মন্তব্য করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সময় গত শনিবার ভোরে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় সামরিক হামলা ও ফিল্মি স্টাইলে স্থল অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে। 

এই বিষয়ে ভারতের কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’’

কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি ‌‌সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চবনের বক্তব্যকে ‌‌‘ব্রেন ডেড’, ‘অশিক্ষিত’, ‘মূর্খ’ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেছেন। 

তিনি বলেন, “৫০ শতাংশ শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার ভারতকেই বহন করতে হবে।”

পৃথ্বীরাজ চবন বলেন, ‘‘আমাদের দেশের জনগণ আগে যুক্তরাষ্ট্রে রফতানি থেকে যে মুনাফা পেতেন, তা আর পাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই দিকেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে।”

‘এরপর কী’ এমন প্রশ্ন করে পৃথ্বীরাজ চবন বলেন, ‘‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন, তাহলে কী হবে?’’ সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews