কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনা থেকে ১৫টি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। একদিন অতিবাহিত হলেও তাদের এখনো ছেড়ে দেয়নি সংগঠনটি। 

বুধবার (৬ নভেম্বর) ভুক্তভোগী জেলে পরিবারের সদস্যদের সাথে কথা বলে এমনটি জানা যায়।  এতে করে ওই জেলেদের পরিবারে চলছে আহাজারি।



ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফ ও শাহপরীর দ্বীপের মো. হাসিম (৩০), মো. হোছেন (২০), মহিউদ্দিন (২২), এনায়েত উল্লাহ (৩২), নুর হাফেজ (২২), মো. ইয়াছিন (৩০), আবদু রহিম (২৪), হাসান আলি (৩৩), ওসমান গনি (৩০), শাহ আলম (২২), আসমত উল্লাহ (২০), আব্দুল শুক্কুর (২৬), আবুল হোছেন (১৭), আয়ুব খান (৩০), নুর হোছন (২২), মো. বেলাল হোসন (১৮), মো. সেলিম (২৭), আবদুল কাদের (২২), ইন্নামিন (৩৫) ও আব্দুল শুক্কুর (৩৫)।

ধরে নিয়ে যাওয়া জেলের মো. বেলাল হোসনের মা খতিজা বেগম বলেন, আমরা খুব দরিদ্র পরিবার। একদিন মাছ ধরতে না গেলে সংসার চলে না। তাই অন্য জেলেদের সঙ্গে আমার ছেলে সাগরে মাছ ধরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফনদী থেকে আরাকান আর্মি ছেলেসহ অন্যান্য জেলেদের ধরে নিয়ে যায়। এখনো তাদের ছেড়ে দেয়নি।

শাহপরীর দ্বীপের বাসিন্দা নৌকার মালিক মো. নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ২০ বাংলাদেশি জেলেসহ ১৫টি নৌকা ও দুটি ইঞ্জিনচালিত বোট নাফনদীর নাইক্ষ্যংদিয়া নামক স্থানে মিয়ানমারের সীমান্তের অংশ থেকে আরাকান আর্মিরা ধরে নিয়ে যায়। তাদের এখনো ছেড়ে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে লিখিতভাবে বিজিবির কাছে জানিয়েছি। বিজিবি তাদের ফেরত আনার চেষ্টা করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে দ্রুত সময়ের মধ্যে ফেরত আনার চেষ্টা চলছে। আশা করি বৃহস্পতিবারের (৭ নভেম্বর) মধ্যে তাদের ফেরত আনা হতে পারে।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews