ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল কারাগারে  

অর্থ আত্মসাৎ মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এদিন নজরুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুঁইয়া। আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ তালুকদার। 

জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা গ্রাহকদের ৮১৬ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৪৪০ টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কোম্পানির আইন কর্মকর্তা জসিম উদ্দিন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ১৪ জনকে আসামি করা হয়। 

এর পর প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০ মার্চ নজরুল ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় আরেকটি মামলা হয়। সব মিলিয়ে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কোম্পানির সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews