বেঙ্গালুরুর ট্রাফিক, যানজট সম্বন্ধে অল্প বিস্তর সকলেই জানেন। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতেই দিন ফুরিয়ে যাওয়ার জোগাড় হয় যে কোনো সময়। আর একবার যানজটে ফাঁসলেই হয়েছে। সেখান থেকে কীভাবে বেরিয়ে গন্থব্যস্থলে পৌঁছবেন তা ভেবে ভেবেই মাথা খারাপ হয় অনেকের। বেঙ্গালুরুর ট্রাফিকের এমন অবস্থা নিয়েই সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হল ইন্টারনেটে। যেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর কোনো একটি নির্দিষ্ট স্থানে হেঁটেই অপেক্ষাকৃত কম সময়ে পৌঁছে যাওয়া যায়।

সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী নাম) বেঙ্গালুরুর ট্রাফিক সংক্রান্ত একটি পোস্ট করেন আয়ুষ সিং নামের এক ব্যবহারকারী। সেখানে তিনি গুগল ম্যাপের একটি স্ক্রিনশট পোস্ট করেন। যেখানে ব্রিগেড মেট্রোপলিস থেকে কেআর পুরম রেলওয়ে স্টেশন যাওয়ার লোকেশন দেওয়া। ম্যাপেই দেখাচ্ছে ৬ কিলোমিটার রাস্তা যেতে গাড়িতে লাগবে ৪৪ মিনিট। যেখানে হেঁটে লাগবে ৪২ মিনিট। আর সময়ের এই ব্যবধান দেখে স্থানীয় বাসিন্দারা এতটুকু অবাক হননি ঠিকই। তবে নেটিজেনরা অনেকেই হতবাক। সূত্র : টিওআই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews