ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল বরাবরই থাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়াটাকেও আধুনিক ক্রিকেটের অর্জন বলেই ভাবা হয়ে থাকে। সেই দল পাওয়ার লড়াই শুরু হচ্ছে আজ।

আজ মঙ্গলবার আবুধাবিতে বসছে আইপিএলের মিনি নিলাম। এক দিনের এই হাঁটে চলবে প্লেয়ার বেচা-কেনার কারবার। মোট ৩৫০ জন ক্রিকেটার আছেন বিক্রি হওয়ার অপেক্ষায়। যেখানে আছেন বাংলাদেশেরও ৭ জন।

তালিকায় বাংলাদেশের থেকে সবচেয়ে আকর্ষণীয় নাম মোস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ২ কোটি রূপি ভিত্তিমূল্যে দল পাওয়ার অপেক্ষায় তিনি। তবে তিনি থাকলেও এবারের আইপিএলে নেই সাকিব আল হাসান।

বাকিদের মাঝে ৭৫ লাখ ভিত্তিমূল্যে থাকবেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। আর সর্বনিম্ন ৩০ লাখের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান

বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা। ৩৫০ ক্রিকেটারের মাঝে বিদেশী আছেন ১১০ জন। তবে এর মাঝে দল পাবেন মাত্র ৩১ জন ক্রিকেটার। ফলে বাংলাদেশীদের জন্য দল পাওয়া কঠিন হবে।

বাংলাদেশীদের দল পাওয়ায় বড় বাঁধা হতে পারে এনওসি। সাতজনের মাঝে কেবল রকিবুল হাসান ছাড়া কারো কাছেই নেই পুরো টুর্নামেন্ট খেলার অনাপত্তিপত্র। বাকি ছয়জনকে বিভিন্ন মেয়াদের জন্য এনওসি দিয়েছে বিসিবি।

মূলত, এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য জাতীয় দলের কাউকেই পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি বোর্ড। ফলে নিলাম শুরুর আগেই অনেকটা ব্যাকফুটে চলে গেল বাংলাদেশীরা।

সবচেয়ে বেশি অর্থ নিয়ে আজকের নিলামে অংশ নেবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেয়ায় তাদের পকেটে আছে সর্বোচ্চ ৬৪ কোটি রূপি। নিতে পারবে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার।

এছাড়া চেন্নাইয়ের পকেটে টাকা ৪৩ কোটি, ক্রিকেটার নিতে পারবে ৯ জন। সবচেয়ে কম টাকা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে। ১৬ কোটি রূপিতে তাদের নিতে হবে ৮ জনকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews