ব্যালট পেপার কোনো প্রাইভেট প্রেসে ছাপায় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি। কমিশন সরকারি প্রেসে ছাপানোর আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘ব্যালট পেপার সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এর জন্য আমরা বলেছি ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন বলেছে সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা বেশি। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হওয়ায় নির্বাচনে সময় বেশি লাগবে। যেখানে একটা ভোটেই সময় লাগে অনেক, সেখানে দুইটা ভোটে বেশ সময় লাগবে। তাই নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে আমরা দাবি জানিয়েছি যেন সব ভোটার ভোট দিতে পারে। তারা বলেছে আগামী রবিবার (৭ নভেম্বর) তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয়। আমরা চাই আরও বেশি বেশি প্রবাসী ভোটার হোক।
নির্বাচনী প্রক্রিয়ার কথা উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আছে। যে কারণে আজও কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তাই আমরা আশা করি নির্বাচনী তপসিল দ্রুত ঘোষণা হবে।
তিনি বলেন, দেশের মানুষ মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন। এসে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সবসময় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কেবল কয়েক মাস থেকে নয়, আমরা গত ১৫ বছর ধরে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। যাতে তারা তাদের অধিকার প্রয়োগ করে নির্ধারণ করতে পারেন আগামীতে কারা ক্ষমতায় আসবে।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।