বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, দ্বীন কায়েমের আন্দোলনে ওয়ার্ড সভাপতিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। ওয়ার্ড সভাপতিদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওপর সংগঠনের সম্প্রসারণ নির্ভর করে।

শনিবার (৩১ মে) বিকেলে নগরীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম মুর্তজার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমানসহ জেলার নায়েবে আমির, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যরা।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জামায়াত আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। আর সকল কাজ তৃণমূলে বাস্তবায়ন করেন ওয়ার্ড সভাপতিরা। ওয়ার্ড সভাপতিদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওপর সংগঠনের সম্প্রসারণ নির্ভর করে।’

তিনি বলেন, ‘ওয়ার্ড দায়িত্বশীলদের ইসলামের দাওয়াত সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়, যাতে ১৮ কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণের প্রয়োজনে সকল আন্দোলন-সংগ্রামে রাজশাহী জেলা জামায়াত অগ্রণী ভূমিকা পালন করেছে। দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে ওয়ার্ড নেতাদের ভূমিকার ভুয়সী প্রশংসা করে ও মহান রবের দরবারে শুকরিয়া জানিয়ে আগামী দিনেও জাতির প্রয়োজনে জেলা জামায়াত তার সামর্থ্যের আলোকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews