গাজীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন শুভসংঘের বন্ধুরা।
এ সময় বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, '১৯৭১ সালের ২৫ মার্চ এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেদিনের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।'
সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বলেন, '১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আন্তর্জাতিক গণহত্যার সংজ্ঞা অনুযায়ী সেটি আন্তর্জাতিক স্বীকৃতির দাবি রাখে। এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলে পৃথিবীর বিভিন্ন স্থানে এখনও যারা গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তারা সতর্ক হবে।'
এসময় ‘অপারেশন সার্চলাইট’ অভিযানের নামে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী পরিচালিত এই নারকীয় গণহত্যা আন্তর্জাতিক পর্যায়ে ‘গণহত্যা দিবস’ হিসেবে অতি দ্রুত স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান গাজীপুর জেলা শাখার বন্ধুরা।
এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার শুভার্থী হারুন অর রশীদ, জেরিন, শ্যামল, মুসাফির আরিফ, জুয়েল, জোহা, জয়, বিপ্লব হাসান, সুমাইয়া, ইমা, খাইরুল, মিজান, আকাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা