মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কি না

আসিফ মাহমুদ বলেন, রাস্তায় বের হলে এখনো মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কি না। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে তারা এখন পর্যন্ত মানুষকে আশ্বস্ত করতে পারেনি। নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে। যখন এ বিষয়গুলো নিয়ে শঙ্কা থাকে, তখন মানুষ ভোটাধিকার প্রয়োগের আগ্রহ পান না।

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা নাকি নির্বাচন হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন—এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সবকিছু নিয়েই শঙ্কা রয়েছে। তবে গণতান্ত্রিক রূপান্তরকে বাস্তবায়ন করা চ্যালেঞ্জ, এটা সরকার, ইসি, জনগণসহ সব অংশীজনের দায়িত্ব। তবে এই নেতৃত্বটা দিতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন—এমন প্রশ্নের জবাবে এনসিপির মুখপাত্র বলেন, নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে তিনি মনে করেন। তফসিলের পরদিনই একজন চিহ্নিত আসামির হাতে ওসমান হাদি শহীদ হয়েছেন। এ কারণেই নির্বাচন নিয়ে মানুষের মনে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সেভাবে দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews