সিলেটের জৈন্তাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তানিম আহমদ (২০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পানি আগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) শেখ মোহাম্মদ সেলিম।

নিহত তানিমের বন্ধু মুন্না জানান, শনিবার সকালে জৈন্তাপুর উপজেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমরা বন্ধু-বান্ধবসহ রওয়ানা দেই। যাওয়ার পথে সারিঘাট নামক স্থানে দ্রুতগতির একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাহিদ ও তানিম আহতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তানিমকে মৃত ঘোষণা করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews