স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এর ব্যাটারির আয়ু ও পারফরম্যান্স ঠিক রাখতে প্রয়োজন সচেতনতা। অনেকেই প্রতিবার ফোনে চার্জ ১০০% করতে পছন্দ করেন বা খুব কমে আসা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু এই অভ্যাস কি সঠিক?

বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির (Lithium-ion Battery) স্বাস্থ্য ভালো রাখতে কিছু নির্দিষ্ট চার্জ রেঞ্জ মেনে চলা জরুরি।

কত শতাংশ চার্জ থাকলে ফোনে চার্জ দেওয়া উচিত নয়?
বিশেষজ্ঞদের মতে, ফোনের চার্জ ৩০%–৮০% এর মধ্যে থাকলে ব্যাটারির আয়ু সবচেয়ে ভালো থাকে।

যখন ফোনে ৫০% বা তার বেশি চার্জ থাকে, তখন চার্জ দেওয়া থেকে বিরত থাকা উচিত।
ফোনের চার্জ ২০% এর নিচে নামার আগেই চার্জ দেওয়া উচিত।

যেসব অভ্যাস ব্যাটারির ক্ষতি করে:

  • ১০০% চার্জ করে দীর্ঘক্ষণ চার্জারে রাখা

  • ০% চার্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা

  • একসঙ্গে গেম খেলা ও চার্জ দেওয়া

  • অতিরিক্ত গরম জায়গায় চার্জ দেওয়া

ভালো ব্যাটারি লাইফের জন্য করণীয়:

  • দিনে একাধিকবার ছোট ছোট চার্জে অভ্যস্ত হোন

  • চার্জ ২০%–৮০% রেঞ্জে রাখার চেষ্টা করুন

  • রাতে ঘুমের সময় চার্জ দিয়ে ফেলে রাখা থেকে বিরত থাকুন

বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসগুলো গড়ে তুললে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেবে এবং ব্যাটারি বদলানোর প্রয়োজনও কমবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews