ইসির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের আপিলসংক্রান্ত যেসব তথ্য দেওয়া হয়, সেখানে শাহজাহান ওমরের বিরুদ্ধে আপিলকারী হিসেবে মনিরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। মনিরুজ্জামান ওই আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে বাছাইয়ে তাঁর মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি প্রার্থিতা ফিরে পেতেও আপিল করেছেন।
আজ সন্ধ্যায় মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর অনুমতি নিয়ে তাঁর পক্ষে এলাকার একজন ভোটার শাহজাহান ওমরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন। শাহজাহান ওমর তাঁর হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করেছেন। ২০১৮ সালের নির্বাচনের সময়ও তাঁর হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য ছিল। এবার সেগুলো নেই। এটি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।