মার্কিন কম্পিউটার বিজ্ঞানী রে কার্জউইল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তার লেখা ‘দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ার’ বইয়ে ২০২৯ সালের মধ্যে কম্পিউটার মানবস্তরের বুদ্ধিমত্তা অর্জনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। নতুন বই ‘দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ারার’-এ তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

কার্জউইল বলেন, ২০২৯ সালে এআই মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে। তবে এআই পুরোপুরি মানব সক্ষমতা অর্জনে কিছুটা সময় লাগবে। এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) নিয়ে কাজের ফলে এআই আরও উন্নত হচ্ছে। তবে এখনো কম্পিউটিং ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, ২০৪৫ সালের মধ্যে আমরা কম্পিউটারের সঙ্গে একত্র হয়ে অতিমানব হয়ে উঠব। ক্লাউড কম্পিউটিং এবং ব্রেন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। তখন মানুষের প্রাকৃতিক বুদ্ধিমত্তা ও সাইবারনেটিক বুদ্ধিমত্তা একত্রিত হবে।

এআইয়ের সম্ভাব্য বিপদ সম্পর্কে কার্জউইল বলেন, আমাদের সতর্ক থাকতে হবে এবং এআই কী করছে তা নিরীক্ষণ করতে হবে। তবে এআই আমাদের নতুন কিছু সৃষ্টিতে সহায়তা করবে এবং ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews