অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ গুলির ঘটনায় এক পথচারীর সাহসিকতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। রক্ষা পেয়েছেন বহু মানুষ। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি করে তার হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ায় ওই পথচারীকে ‘প্রকৃত নায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স।
রবিবার দুপুরে বন্ডি সৈকতে দুই আততায়ীর এলোপাতাড়ি গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। ছুটির দিন ও ইহুদিদের বিশেষ উৎসব হানুকা উপলক্ষে সৈকতে তখন হাজারো মানুষের ভিড় ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি পার্কিং লটে গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। সুযোগ বুঝে তিনি পেছন থেকে এক হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার হাত থেকে রাইফেল ছিনিয়ে নেন। হঠাৎ আক্রমণে ভারসাম্য হারিয়ে হামলাকারী মাটিতে পড়ে যান এবং পরে পিছু হটতে বাধ্য হন।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, সাহসী ওই পথচারীর নাম আহমেদ আল আহমেদ। তার এই উদ্যোগের কারণেই বহু মানুষ প্রাণে বেঁচেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই তাকে ‘অস্ট্রেলিয়ার হিরো’ বলে অভিহিত করেছেন।
নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স বলেন, তার সাহসিকতার কারণেই আজ রাতে বহু মানুষ বেঁচে গেছেন।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও এক সংবাদ সম্মেলনে বলেন, নিরস্ত্র অবস্থায় একা দাঁড়িয়ে অন্যদের সাহায্য করতে যে ঝুঁকি তিনি নিয়েছেন, তা সত্যিই অসাধারণ। এ ধরনের মানুষরাই আমাদের প্রকৃত নায়ক।
স্থানীয় টেলিভিশন চ্যানেল সেভেন নিউজ জানিয়েছে, ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদের শরীরে দুটি গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় ফলের দোকানের মালিক বলে জানা গেছে, যদিও বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পুলিশ জানিয়েছে, হামলার সময় তাদের পাল্টা গুলিতে এক আততায়ী নিহত হয়েছে। অপর হামলাকারী গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল