দীর্ঘ ২৯ বছর পর আলোর মুখ দেখল শেরপুর আন্তজেলা পৌর বাস টার্মিনাল। গতকাল দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে এই টার্মিনাল থেকে। শহরে যানজট কমাতে তিন একর জায়গায় বাসস্ট্যান্ডটি করতে সরকার

১২ কোটি ও বাইপাস সড়ক নির্মাণে ৫০ কোটি টাকা খরচ করে। কিন্তু তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের কয়েক নেতার ব্যক্তিস্বার্থে বাসস্ট্যান্ডটি চালু হয়নি। প্রশাসন বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। গণ অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে আধুনিক পৌর বাস টার্মিনালটি চালুর দাবি ওঠে। এই মাসের প্রথম সপ্তাহে প্রশাসন টার্মিনালটি চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও বাধার মুখে বন্ধ হয়ে যায়। পরে বিএনপি নেতা হযরত আলী ও প্রশাসন সবার সঙ্গে আলাপ-আলোচনা করে শান্তিপূর্ণভাবে গতকাল থেকে টার্মিনালের কার্যক্রম শুরু হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে পৌরসভার উদ্যোগে আন্তজেলা বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাটের দীর্ঘদিন পর ২০০৯ সালে করা হয় টার্মিনাল ভবন নির্মাণ। ১০ বছর বিরতি দিয়ে ২০১৯ সালে শুরু করে বাকি কাজ সম্পন্ন হয় ২০২৩ সালে। এত দিন রাজনৈতিক নানা টানাপড়েনে চালু করা সম্ভব হয়নি টার্মিনালটি।

অবশেষে জেলার বাস যাত্রী-মালিক-শ্রমিকদের সঙ্গে প্রশাসন দফায় দফায় বৈঠক করে গতকাল থেকে বাস চলাচল শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, পৌর প্রশাসক তোফায়েল আহাম্মদসহ জেলার বাস-কোচ মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews