২০১২ সালে ‘কার্নেগি এনডাউমেন্ট ফর পিস’–এ এক প্রবন্ধে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অ্যাশলি টেলিস লেখেন, ‘শুরু থেকেই এলইটি পাকিস্তানের আস্থায় ছিল, কারণ আফগানিস্তানে যুদ্ধ ও ভারতের বিরুদ্ধে সংগ্রাম—দুটিই পাকিস্তান সেনাবাহিনীর কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তানের সেনাবাহিনীর লক্ষ্য, পশ্চিমে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখা ও পূর্বে ভারতকে চাপে রাখা। দুই দশকের বেশি সময় এলইটির সঙ্গে আইএস গোপনে হলেও দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে এবং প্রয়োজন অনুযায়ী অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণ দিয়েছে।’
এলইটির প্রধান মুম্বাই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবু হামলার আগে ঘটনাস্থল পরিদর্শন করা মার্কিন–পাকিস্তানি নাগরিক ও এলইটির সদস্য ডেভিড হেডলি স্বীকার করেছেন যে মুম্বাই হামলার বিষয়ে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেছিলেন তিনি।