রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়তের ভেতরে শিঙাড়া বিক্রি করেন খায়রুল ইসলাম (ছদ্মনাম)। করোনার সময় থেকে শুরু হয়েছে তাঁর এই শিঙাড়া বিক্রি। ২০২০ সালে পাঁচ টাকায় শিঙাড়া বিক্রি শুরু করেন তিনি; এখনো পাঁচ টাকায় বিক্রি করছেন। পার্থক্য হলো, এখন পাঁচ টাকার শিঙাড়াকে তখনকার দুই টাকার শিঙাড়া বলে ভুল হতে পারে।

ফলে এই শিঙারা খেয়ে যাঁরা উদরপূর্তি করতে আসেন, তাঁদের হয় কম খেয়ে তৃপ্ত থাকতে হয়, না হয় বেশি টাকা খরচ করতে হয়।

একই পরিস্থিতি দেখা যায় রাজধানীর মধুবাগের ফুচকা বিক্রেতা মো. আমজাদের ক্ষেত্রেও। একসময় এক প্লেটে ৪টি ফুচকা বিক্রি করতেন ১০ টাকায়; এখন দাম একই আছে, কিন্তু সংখ্যা চারটি থেকে কমে দুটিতে নেমেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews