চলমান অ্যাশেজ সিরিজের অ্যাডিলেইড টেস্টের স্কোয়াডে ফেরানো হলেও শেষ পর্যন্ত একাদশে রাখা হলো না ৮৫ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান খাওয়াজার। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো গত টেস্টে ৫ উইকেট শিকার করা মাইকেল নিসারকেও হারাতে হয়েছে জায়গা।

ব্রিজবেনে দিন-রাতের টেস্টে জয় পাওয়া একাদশ থেকে অ্যাডিলেইড টেস্টের অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন দুইটি। অধিনায়ক প্যাট কামিন্স ও অফ স্পিনিং গ্রেট ন্যাথান লায়ন ফিরেছেন অনুমিতভাবেই। তাদেরকে জায়গা দিতে বাদ পড়েছেন দুই পেসার নিসার ও ব্রেন্ডান ডগেট।

খাওয়াজা অ্যাশেজ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার হিসেবে। আরেক ওপেনার জেইক ওয়েদেরল্ডের অভিষেক হয় সিরিজের প্রথম টেস্ট দিয়ে। পার্থে সেই টেস্টে চোটের কারণে মাঠের বাইরে থাকায় খাওয়াজা ইনিংস শুরু করতে পারেননি। নামেন চার নম্বরে। পিঠের জড়তার কারণে দ্বিতীয় ইনিংসেও নামতে পারেননি ওপেনিংয়ে। তার বদলে ইনিংস শুরু করে অসাধারণ এক সেঞ্চুরি করেন ট্রাভিস হেড।

পিঠের সেই জড়তার কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেই ছিলেন না খাওয়াজা। হেড ও ওয়েদেরল্ড জুটি আবারও দলকে ভালো শুরু এনে দেন। পরে তৃতীয় টেস্টের স্কোয়াডে খাওয়াজাকে ফেরানো হয়। হেড-ওয়েদেরল্ড জুটিকে অক্ষত রেখে খাওয়াজাকে মিডল অর্ডারে খেলানোর আলোচনাও ছিল। শেষ পর্যন্ত তাইকে বাইরেই রাখা হলো একাদশের, মিডল অর্ডারে টিকে গেলেন জশ ইংলিস।

টেস্ট শুরুর আগে অধিনায়ক প্যাট কামিন্স বললেন, হেড-ওয়েদেরল্ড জুটির ইতিবাচক ব্যাটিং দলকে ভালো ভিত গড়ে দিয়েছে বলেই এখানে বদল আনছেন না তারা। প্রসঙ্গত, অ্যাডিলেইডে তৃতীয় টেস্ট শুরু বুধবার। এই টেস্টে হার এড়াতে পারলেই অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করবে অস্ট্রেলিয়া।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews