মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আগের দিনে যে কাজ অনেক কঠিন ছিল, মোবাইলের মাধ্যমে এখন তা খুব সহজেই করা যায়। মোবাইলে খুব সহজে তিলাওয়াত করা যায় পবিত্র কোরআনও। তবে প্রশ্ন হচ্ছে— এভাবে কী তিলাওয়াত করা জায়েজ এবং স্ক্রিনে ভেসে ওঠা কোরআনের আয়াত স্পর্শ করতে কি অজু লাগবে?

এ বিষয়ে আলেমদের দুইটি অভিমত রয়েছে। প্রথমটি হলো— যে বস্তুতে কোরআনে কারিম স্থায়ীভাবে লেখা থাকে, তা অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। যেমন কাগজে লেখা কোরআন। পক্ষান্তরে মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান কোরআনে কারিম স্থায়ী নয়। কিছু আলোকরশ্মির মাধ্যমে তা দৃশ্যমান হয়। সুতরাং তা অজু ছাড়া স্পর্শ করা যাবে। (আল-ইসলাম, সুওয়াল-জওয়াব, ফতোয়া: ১০৬৯৬৬১) পাশাপাশি এর ওপরে গ্লাসের আবরণও থাকে। এ কারণেও কেউ কেউ বলেন, তা অজু ছাড়া স্পর্শ করা যায়। 

তবে বিষয়টি যেহেতু পবিত্র কোরআনের মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পর্কিত। এজন্য ভিন্ন ফতোয়া দিয়েছে উপমহাদেশের বিশ্বখ্যাত দুই ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ ও পাকিস্তানের জামিয়াতুল উলুমিল ইসলামিয়া করাচি। 

করাচির প্রতিষ্ঠানটি তাদের ফতোয়ায় বলেছে— মোবাইলের স্ক্রিনে পবিত্র কোরআন তিলাওয়াত করা জায়েজ। আর অজু না থাকলে স্পর্শ করা ছাড়া শুধু স্ক্রিন দেখে দেখে তিলাওয়াতেও কোনও সমস্যা নেই। (ফতোয়া নম্বর : ১৪৪০০৭২০০৩৬৮) 

আর দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে— যখন মোবাইল ফোনের স্ক্রিনে পবিত্র কোরআনের আয়াত স্পষ্টভাবে দৃশ্যমান হবে, তখন তা অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। এক্ষেত্রে যদিও স্ক্রিনে ভেসে ওঠা আয়াতের ওপর কাঁচের আবরণ থাকে কিন্তু বাস্তবে তা পৃথক কোনও আবরণ নয়। এজন্য মোবাইল স্ক্রিনের কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews