এবার চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্য কিছু ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদে। টুর্নামেন্টের রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়নও তারা।

এবারসহ ৯ মৌসুমের পাঁচটিতে ফাইনালে উঠল রিয়াল। নক আউটের তিন ম্যাচেই অবিশ্বাস্য কামব্যাক করেছে তারা। সবমিলিয়েই লিভারপুলকে এগিয়ে রাখছেন ক্লপ। সঙ্গে অবশ্য নিজেদের খেলোয়াড়দের প্রতি বার্তা দিয়েছেন, নজরটা নিজেদের দিকে রাখতে।

প্যারিসে ফাইনালের আগে ক্লপ বলেছেন, ‘আপনি যদি ক্লাবের ইতিহাসের দিকে তাকান আর মাদ্রিদ যেভাবে কামব্যাকগুলো করেছে; আমি বলব তারা এগিয়ে থাকবে। এটার কারণ অভিজ্ঞতা। আমি নিজেদের একই উচ্চতায় দেখতে চাই এসব ব্যাপারে। পুরোপুরি নিজেদের মতো করে দেখতে চাই এই ধরনের ম্যাচে। ’

‘যদি আমরা নিজেদের সেরা খেলতে পারি, আমাদের সঙ্গে খেলাটা কঠিন। আমার মূল নজরটা হচ্ছে নিজের মতো ও আত্মবিশ্বাসী থাকা। ’

এ নিয়ে তৃতীয়বার ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার ফাইনালে দেখা হচ্ছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের। ৪১ বছর আগে প্রথম দেখায় লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়েছিল তারা। তবে ৪ বছর আগে কিয়েভে ৩-১ গোলে হারে তারা। কিন্তু এরপর টানা পাঁচ ফাইনাল জিতেছে লিভারপুল, ২০১৯ সালে টটেনহ্যামকে হারিয়ে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগও।

শিরোপা হারানোর চেয়ে জেতাটাকেই গুরুত্বপূর্ণ বলছেন ক্লপ, ‘আমরা ওই হারের ম্যাচে মাদ্রিদের বিপক্ষে নিজেদের মেলে ধরেছি, পরিস্থিতি আমাদের বিরুদ্ধে ছিল। আমরা তাতে প্রতিক্রিয়া দেখাতে পারিনি আর চাকাটা ঘুরাতে পারিনি। কিছু ব্যাপার হয়ে যায়। আমাদের জেতাটা শিখতে হবে। ছেলেরা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। ’

‘আমরা অনেক বড় ক্লাবের অংশ। এই ছেলেরা ক্লাবের জন্য একদম সঠিক খেলোয়াড়। মানুষ পার্থক্যটা দেখেছে যখন আমি এসেছি। ২০১৮ সালটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ২০১৯ আরও বেশি গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময় : ১২১০, মে ২৮, ২০২২
এমএইচবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews