দণ্ডবিধির ২৭৯ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি জনসাধারণের ব্যবহৃত কোনো সড়কে বেপরোয়া বা অবহেলামূলকভাবে কোনো গাড়ি চালান, এর কারণে যদি মানুষের জীবন বিপদাপন্ন হয় কিংবা কোনো ব্যক্তির আহত বা জখম হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে দায়ী চালকের জন্য শাস্তি অবধারিত। সাজা হিসেবে তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। সর্বনিম্ন এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড রয়েছে। তাই আপসরফায় মুক্তির স্বাদ নিতে আর দিতে চায়ে সব পক্ষ।

আহত-নিহত না হলেই যে শুধু কথিত মিউচুয়ালের জন্য উৎসাহিত করা হয়, তা কিন্তু নয়। আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিউচুয়ালের অনেক উদাহরণ আছে। সেসব ভিন্ন আলোচনা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews