কিছুদিন আগেই সারাবিশ্বে উদযাপিত হলো ‘বিশ্ব পর্যটন দিবস’। এখন পর্যটন খাতে ডিজিটাল সব প্ল্যাটফর্ম প্রভাব ফেলছে, যার মধ্যে টিকটক অন্যতম। ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে ও নতুন সব জায়গা তুলে ধরতে টিকটক প্রতিনিয়ত নিজেকে জনপ্রিয় করে তুলতে কাজ করছে।
টিকটকে অভিনব ও আকর্ষণীয় সব কনটেন্টের মধ্য দিয়ে ভ্রমণের সব গন্তব্যস্থল বিশ্বের আগ্রহী ভ্রমণপিপাসুর সামনে উপস্থাপিত হয়। ঘুরতে যাওয়ার জায়গা খুঁজতে আর ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ জানতে টিকটক সময়োপযোগী অন্যতম প্ল্যাটফর্ম।
শুরুর দিকে টিকটক এন্টারটেইনমেন্ট বা বিনোদনমূলক কনটেন্টের জন্য পরিচিত থাকলেও ধীরে ধীরে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে উঠেছে ভিন্নতা বা বহুমাত্রিক ফিচারে। টিকটকের ফরম্যাট ও পরিবর্তিত সব টুল প্ল্যাটফর্মকে ভ্রমণে আগ্রহীদের কাছে পছন্দের করে তুলেছে বিশেষভাবে।
টিকটকের দারুণ সব ফিচারের মধ্যে ‘ফর ইউ’ ফিড বহুল আলোচিত, যা গ্রাহকের আগ্রহ বিবেচনা করে সব কনটেন্ট সামনে উপস্থাপন করে। তাই এটি অনেকটা পার্সোনালাইজড স্পেসের মতো কাজ করে।
সুনির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছেন প্ল্যাটফর্ম গ্রাহকরা।
আগ্রহীরা #DiscoverWithTikTok এবং #traveltok হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে ভ্রমণপ্রিয় পর্যটককে উৎসাহিত করছেন তাদের কনটেন্ট দিয়ে। সবাইকে ভ্রমণে আগ্রহী করে তুলতে উৎসাহ জোগাচ্ছে ‘ফর ইউ’ ফিড ফিচার।