ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের উন্মাদনাকেও এখন ছাড়িয়ে গেছে বাংলাদেশ-ভারত ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা থাকে গ্রাফমিটারের সর্বোচ্চ ওপরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল। এর ছয় মাস পর ফের আগস্টে মুখোমুখি হবে। বাংলাদেশ সফরে ভারত সর্বশেষ এসেছিল ২০২২ সালে। বাইলেটারাল সিরিজটিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। অবশ্য টেস্ট সিরিজ হেরেছিল। তিন বছর পর বাংলাদেশ সফরে আসছে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস ট্রফি চ্যাম্পিয়ন ভারত। এবারের বাইলেটারাল সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে দুই দল। ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারত। ১৭ ও ২০ আগস্টে দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে এবং ২৩ আগস্ট তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রাম ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। ২৬ আগস্ট প্রথম টি-২০ চট্টগ্রামে এবং ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারত দুই দেশ সর্বশেষ সিরিজ খেলেছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। ভারতের মাটিতে টেস্ট ও টি-২০ সিরিজ বাজেভাবে হেরেছিল টাইগাররা।

দুই দল সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ভারত জিতেছিল ৬ উইকেটে। দুই দেশ পরস্পরের বিপক্ষে ৪২টি ওয়ানডে খেলেছে।

 বাংলাদেশের জয় ৮টি ও ভারতের জয় ৩৩টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই দলের সর্বশেষ ১০ ওয়ানডের তিনটি জিতেছে বাংলাদেশ এবং ভারত জিতেছিল ৭টিতে। দুই দেশ পরস্পরের বিপক্ষে টি-২০ খেলেছে ১৭টি। টাইগারদের এক জয়ের বিপরীতে ভারতের জয় ১৬টি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews