ব্যক্তিগত জীবনে অভিনেত্রী বাঁধন একমাত্র মেয়ে সায়রা আমানি সায়রাকে নিয়ে একা মা হিসেবে জীবনযাপন করছেন। মিডিয়া থেকে বিরতির পর ২০২৪ সালে তিনি আবারও অভিনয়ে ফিরে আসেন। এ সময় তিনি ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হন। পরে বলিউডের বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ওয়েব ফিল্মেও তাঁকে দেখা যায়। এ অভিনেত্রীর কিছুদিন ধরেই খোঁজ নেই। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন তিনি। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় শান্তিতে ছিলেন তিনি। বাঁধন বলেন, এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভিতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews