ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি বাবার জমির সম্পূর্ণ অংশে একাই দখল করার চেষ্টা করছেন বলে অন্য ভাইবোনেরা অভিযোগ করেছেন। 

এমন অভিযোগ তুলে সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন।

জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ির ওই জমির কাছে হাজির হন পপি। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

এ নিয়ে জানতে চাইলে পপির মা মরিয়ম বেগম বলেন, বিয়ের কিছুদিন পর স্বামীর প্ররোচনায় পপি আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব?

পপির বোন ফিরোজা পারভীন বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে অনেক বছর ধরেই বাবার জমি দখলের চেষ্টা করছে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা এ নিয়ে হয়রানির মধ্যে আছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন বিষয়টি জানেন। আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পপি কথা শুনছে না। সে জমিটা একাই দখল করতে চায়।

বছর খানেক আগে নায়িকা পপির চুপিসারে বিয়ে এবং বাচ্চার প্রসঙ্গটি গণমাধ্যমের শিরোনাম হয়। সেসময় তার স্বামী কামাল তাকে অস্বীকার করলেও বর্তমানে জমি দখলের সময় পপিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন। তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তানও রয়েছে, নাম আয়াত। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝেমধ্যে ঢাকায় আসেন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews