ইরাকের উত্তরে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে।

অভিযানের অংশ হিসেবে তুর্কি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাতে চার ব্যক্তি নিহত হয়। কুর্দিস্তানের সুলায়মানিয়া প্রদেশের আলশো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রুদাও জানিয়েছে, কানি লান এবং দেগা অঞ্চলের মধ্যবর্তী একটি গ্রামে এই হামলা হয়। ডহুক প্রদেশের আমেদি এলাকায়ও তুর্কি সামরিক বাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে সংঘর্ষ জোরদার হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে। 

চ্যানেলের খবরে বলা হয়েছে, তুরস্কের হেলিকপ্টার-গানশিপ থেকে ওই এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়।

কুর্দি গেরিলাদের দমনের নামে তুরস্ক কয়েক বছর ধরে ইরাকের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে অবস্থান করছে। তুর্কি বাহিনীর এই অবস্থানের বিরুদ্ধে ইরাক সরকার বারবার প্রতিবাদ জানিয়ে আসছে। রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, ইরাকের তেল সম্পদের ওপরে বৃহত্তর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে।

বিডি প্রতিদিন/আরাফাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews