ক্ষমতায় বসার পরপরই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করতে চাচ্ছে তাঁর নতুন প্রশাসন। এরই মধ্যে গতকাল সোমবার ওয়াশিংটনে ইউএসএআইডির প্রধান কার্যালয়ে না যাওয়ার জন্য কর্মকর্তা–কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএসএআইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এই সহায়তা স্থগিত করার সিদ্ধান্তকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন বিরোধী দল ডেমোক্রোটিক পার্টির আইনপ্রণেতারা। তাঁদের মতে, এর ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে এবং বৈশ্বিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে।