পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য নতুন ও শক্তিশালী গ্রাফিক্স চিপ তৈরি করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া। এআই সংশ্লিষ্ট কাজে প্রথমবারের মতো এই চিপের বাণিজ্যিক ব্যবহার শুরু করেছে ক্লাউড কোম্পানি ‘কোরউইভ’।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ চিপের বাণিজ্যিক ব্যবহারের খবর জানিয়েছে কোম্পানি দুটি।

বৃহস্পতিবার ডেল টেকনোলজিস বলেছে, এরইমধ্যে তাদের (ডেল) তৈরি এমন কিছু কম্পিউটার সিস্টেমের চালান পেয়েছে কোরউইভ, যেগুলো এনভিডিয়ার ‘জিবি৩০০ এনভিএল৭২ এআই সিস্টেম’-এর ওপর ভিত্তি করে তৈরি। এসব সিস্টেমে ব্যবহার হয়েছে ‘ব্ল্যাকওয়েল আল্ট্রা’ নামের এনভিডিয়ার নতুন এক শক্তিশালী চিপ। এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা বিশ্বের প্রথম কোম্পানি কোরউইভ।

ডেল আরও বলেছে, ‘ব্লাকওয়েল আল্ট্রা’ হচ্ছে এনভিডিয়ার সবচেয়ে নতুন ও সবচেয়ে উন্নত চিপ, যা এ বছরের বাকিটা সময়জুড়ে ব্যাপক পরিমাণে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। কোরউইভ যেসব সিস্টেম ইনস্টল করছে সেগুলোর মধ্যে রয়েছে ‘লিকুয়েড কুল্ড’ অর্থাৎ এসব চিপ যাতে গরম না হয়ে যায় সেজন্য পানি বা তরল ব্যবহার করে এগুলোকে ঠান্ডা রাখা, প্রতিটি সিস্টেমে রয়েছে ৭২টি ‘ব্লাকওয়েল আল্ট্রা জিপিইউ’ এবং ৩৬টি ‘এনভিডিয়া গ্রেস সিপিইউ’। যুক্তরাষ্ট্রে তৈরি ও পরীক্ষা করা হয়েছে এসব সিস্টেমকে।

সিএনবিসি লিখেছে, এ খবর প্রকাশের পর বৃহস্পতিবার লেনদেনের সময় কোরউইভের শেয়ার মূল্য বেড়েছে ছয় শতাংশ এবং ডেলের শেয়ার মূল্য বেড়েছে প্রায় দুই শতাংশ এবং দুই শতাংশেরও কম বেড়েছে এনভিডিয়ার শেয়ার মূল্য।

এ ঘোষণা এনভিডিয়ার জন্য বড় এক মাইলফলক বা গুরুত্বপূর্ণ ঘটনা বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

এখনও এনভিডিয়ার সর্বশেষ এআই চিপ পেতে খুবই আগ্রহী এআই ডেভেলপাররা। কারণ, তাদের মেশিন লার্নিং মডেল তৈরি করতে বা চালানোর কাজে আরও ভালো, দ্রুত ও সহজ করে তোলে এসব নতুন চিপ।

এনভিডিয়া বলেছে, তাদের আগের ব্ল্যাকওয়েল চিপের চেয়ে ৫০ গুণ বেশি এআই কনটেন্ট তৈরি করতে পারে এই নতুন ‘ব্ল্যাকওয়েল আল্ট্রা’ চিপ।

নতুন এআই চিপ ঘোষণার সময় এনভিডিয়া কীভাবে তাদের বিভিন্ন নতুন এআই চিপ বাজারে আনে তা নজর রাখেন বিনিয়োগকারীরা। কারণ তারা দেখতে চান, চিপ উৎপাদনে কোনো সমস্যা বা বিলম্ব হচ্ছে কি না।

এর আগে মে মাসে এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফও কোলেট ক্রেস বলেছেন, ‘ব্ল্যাকওয়েল আল্ট্রা’ চিপের চালান চলতি প্রান্তিকে শুরু হবে।

কোরউইভের জন্যও বড় এক সাফল্য এটি। কোম্পানিটি মূলত তাদের কাছে থাকা এনভিডিয়ার গ্রাফিক্স চিপ বা জিপিইউ অন্য ক্লাউড কোম্পানি ও এআই ডেভেলপারদের ব্যবহারের জন্য ভাড়া দেয় বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

আকারে অ্যামাজন, গুগল ও মাইক্রোসফটের মতো বড় ক্লাউড পরিষেবার চেয়ে ছোট কোরউইভ। তবে সবার আগে এনভিডিয়ার নতুন বিভিন্ন চিপের পরিষেবা অফার করতে পারায় অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছে কোম্পানিটি।

এনভিডিয়ার সঙ্গে পুরানো ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোরউইভের। কারণ এ ক্লাউড কোম্পানির শেয়ারের কিছু অংশ মালিকানায় রেখেছে মার্কিন চিপ জায়ান্টটি। এ বছরের শুরুতে পুঁজিবাজারে প্রকাশ্যে আসে কোরউইভ এবং এর পর থেকে শেয়ারের দাম চার গুণ হয়েছে কোম্পানিটির।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews