আর মাত্র কয়েক মিনিট। মনের কোণে উঁকি দিচ্ছে নানা দৃশ্য। এর মধ্যে একটা হলো, রেফারির বাঁশিতে ফুঁ পড়েছে। ম্যাচটা শেষ হয়ে গেছে। লাল-সবুজের পতাকা নিয়ে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে উৎসবে মেতে উঠেছেন বাংলাদেশের মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে আরও একবার চ্যাম্পিয়ন সাবিনা খাতুনরা। এ দৃশ্যটাই সত্যি হলো। ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে নেপালের মাঠ থেকেই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। সেবার জয় পেয়েছিল ৩-১ ব্যবধানে।

ম্যাচের তখন ৮১ মিনিট। ডি বক্সের বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার জোরালো শট। নেপালি গোলরক্ষক আনজিলা ফিস্ট করে বলটা গোলবারের ওপর দিয়ে বাইরে পাঠাতে চেয়েছিলেন। ব্যর্থ হন তিনি। বল জড়িয়ে যায় জালে। মুহূর্তেই বাংলাদেশের উদ্বেগ-উৎকণ্ঠা ওড়ে যায়। উল্লাসে মেতে ওঠেন মেয়েরা। তাদের সঙ্গে উৎসব করেন ইউটিউবের পর্দায় চোখ রাখা লাখ লাখ ফুটবলপ্রেমী। এর আগে ম্যাচের ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪ মিনিট পর আমিশা কারকির গোলে সমতায় ফেরে নেপাল। এরপর থেকেই উৎকণ্ঠায় ভুগছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিজয়ের ডঙ্কা বাজালেন সাবিনা খাতুনরা।



দুই বছর আগে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছিলেন সাবিনা খাতুনরা। শামসুন্নাহার জুনিয়র ১৩ মিনিটেই সেই ম্যাচে দলকে এগিয়ে দিয়েছিলেন। এরপর কৃষ্ণা রানী সরকার ৪২ ও ৭৭ মিনিটে দুটি গোল করেন। মাঝখানে নেপালের অনিতা ৭০ মিনিটে একটা গোল করলেও বাংলাদেশের জয় রুখতে পারেনি। সেই জয়ের পর দেশজুড়ে উল্লাসে মেতেছিলেন ক্রীড়াপ্রেমীরা। সাবিনাদের জন্য প্রস্তুত হয়েছিল ছাদখোলা গাড়ি। চ্যাম্পিয়ন লেখা সেই বাসে চড়ে শহরময় দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন মেয়েরা। আরও একবার সাফের সেরা হতেই নেপাল যাত্রা করেছিলেন সাবিনারা। যাত্রার আগে বলে গিয়েছিলেন, শিরোপা ধরে রাখার মিশনে সফল হতে চান বাংলাদেশের নারী ফুটবলাররা। কথা রেখেছেন মেয়েরা।

দুই বছর আগে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর সাবিনাদের নিয়ে ফুটবলপ্রেমীদের উৎসব ছিল বাঁধভাঙা। এবারও নিশ্চয়ই তাই হবে। এ দেশের ছেলেরা যা পারেননি, তাই করে দেখালেন মেয়েরা। টানা দুবার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার বিরল এক কীর্তি গড়লেন সাবিনারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews