রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ ওরফে চাঁদকে রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে একটি প্রাইভেট কার থেকে গ্রেপ্তার করেছে। তাঁকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে পুলিশ এ কথা জানায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে আবু সাঈদকে একটি প্রাইভেটকার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে নগরের সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির সদর দপ্তরে আনা হয়।