রাজশাহীর দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় আহত মকবুল হোসেন (৩৮) নামে এক বিএনপিকর্মী মারা গেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিহত মকবুল উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির কর্মী ছিলেন।

এর আগে সোমবার বিকালে এক নারী ঘটিত বিষয়ে মীমাংসা বসছিল এলাকাবাসী। মীমাংসার এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মকবুল। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, হামলার সময় মকবুলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা জানান, সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

তিনি আরও জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews