চাকরিপ্রত্যাশীদের মৌখিক পরীক্ষা চলছিল। একের পর এক প্রার্থী উপস্থিত হয়ে ভাইভা বোর্ডের সদস্যদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। রুনা লায়লা নামের এক পরীক্ষার্থীর কাছে প্রশ্ন ছিল, চাকরির জন্য কাউকে টাকা দিয়েছেন কি না? উত্তরে রুনা জানান, চাকরি পেতে তাঁর বাবা ৫০ হাজার টাকা দিয়েছেন।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত বুধবার ঘটনাটি ঘটেছে। এখানকার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতায় ‘পেইড পিয়ার ভলান্টিয়ার’ (পিপিভি) নিয়োগে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে। এরপর ওই পরীক্ষার ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।