নেত্রকোনার দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা শফিকুল ইসলাম নামে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহাল রোডে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

নিহত শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন শফিকুল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার জন্য বাসা থেকে বের হন তিনি। পথে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ধারাল অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার।

ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কবজির নিচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া।

তিনি বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews