কথায় আছে, সামনে থেকে গেলে এতটুকুও সয় না, পেছনে বিশাল ক্ষতি হলেও মাথাব্যথার কারণ হয় না। ফোনের ক্ষেত্রেও তেমন। মোবাইল আমাদের জীবনে এত বড় জায়গা নিয়েছে যে মনে হয় ফোন ছাড়া চলা একদম অসম্ভব। কিন্তু এই ফোন আমাদের বড় ক্ষতি করে।
দৃশ্যমান কোনো ক্ষতি সহজেই বুঝতে পারা যায় এবং তার প্রতিকারও থাকে। কিন্তু যে ক্ষতি দেখা যায় না, প্রাথমিকভাবে বোঝা যায় না—তা প্রতিদৃশ্যমান কোনো ক্ষতি সহজেই বুঝতে পারা যায় এবং তার প্রতিকারও থাকে। কিন্তু যে ক্ষতি দেখা যায় না, প্রাথমিকভাবে বোঝা যায় না—তা প্রতিহত করা বেশ কঠিন। মোবাইলের রেডিয়েশনও তেমনই। ফোনে ১৫-২০ মিনিট কথা বলার পর দেখবেন মাথা ঝিম ঝিম করছে, অস্থিরতা বেড়ে গেছে। একটানা ১ ঘণ্টা বা তার অধিক কথা বললে দেখবেন মাথাব্যথা করছে। আরও ক্ষতি হতে পারে।
রেডিয়েশনের হাত থেকে রক্ষা পেতে করণীয়—