আগামী সপ্তাহে ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সম্মেলনে স্যাম অল্টম্যান, সুন্দর পিচাইসহ এআই ও প্রযুক্তি খাতের ৮০ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ১০ ও ১১ ফেব্রুয়ারি প্যারিসের গ্রঁ পেলেইয়ে অনুষ্ঠিত হবে সম্মেলন, যেখানে ইউরোপের এআই খাতে যুক্তরাষ্ট্র ও চীনের অগ্রগতির মুখে প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো হবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কার্যালয় জানিয়েছে, এই সম্মেলন ফ্রান্স ও ইউরোপের জন্য একটি সতর্কবার্তা, এবং ফ্রান্স কখনোই এআই বিপ্লব হাতছাড়া হতে দেবে না।
গুগলের ডিপমাইন্ড এআই গবেষণা ইউনিটের প্রধান ডেমিস হাসাবিস এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ককেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তাঁর উপস্থিতি নিশ্চিত হয়নি। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসহ বেশ কিছু উচ্চপর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন।