বিএনপি বিভিন্ন সময় দেশের ক্ষতি করার উদ্দেশ্যে লবিস্ট নিয়োগ দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, বিএনপি আটটা না কয়টা লবিস্ট নিয়োগ দিয়েছে বিভিন্ন সময়। এর মূল উদ্দেশ্যটা ক্ষতি, দেশের ক্ষতি। দেশকে কোনো ধরনের সাহায্য করবে না।’
আজ মঙ্গলবার সকালে ঢাকার মুক্তিযাদ্ধা জাদুঘরে ‘মানবিক নীতি: এখানে এবং এখন’ শীর্ষক প্রদর্শনী শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সম্প্রতি র্যাবের কয়েকজন কর্মকর্তাকে নিষিদ্ধ ঘোষণার পর বাংলাদেশ লবিস্ট নিয়োগ দেয়। রাষ্ট্রের অর্থ অপচয় করে লবিস্ট নিয়োগে বিএনপিসহ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এ–সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।